Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে একডালা

ইউনিয়ন পোর্টাল এর তথ্য
 
১।ইউনিয়নকে জানুন    এক নজরে

    রাণীনগর উপজেলা ছোট নাগর নদীর তীরে ঐতিহ্যবাহী একডালা ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ  একডালা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা  সহ বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
ক)নাম-১নং একডালা ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন- ৪৪.৪৭বর্গ কিলোমিটার
গ)লোক সংখ্যা-পূরুষ১৪৯৪৫জন মহিলা-১৪১৩৪ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
ঘ)গ্রামের সংখ্যা-৪২টি
ঙ)মৌজার সংখ্যা-৪৫টি
চ)হাট বাজার-০১টি
ছ)উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-বাস,সিএনজি ভ্যান/রিক্সা ইত্যাদি।
 জ)শিক্ষার হার-৪৮.৮০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৮টি
রেজিঃপ্রাথমিক বিদ্যালয়-০৭টি
উচ্চ বিদ্যালয়-০২টি
মাদ্রাসা-০8টি
ঝ)দায়িত্বরত চেয়ারম্যান-মোঃমোসারব হোসেন।
ঞ)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-নাই
ট)ঐতিহাসিক/পযটন স্থান-একডালা ইউনিয়নের অধীন চকারপুকুরগ্রামে পাগলাপীরের মাজার রয়েছে।(প্রতি বৃহষ্পতিবারে ১০০থেকে ১৫০ জন লোক জমায়েত হয়।
ঠ)ইউপি ভবন স্থাপন কাল-২০০৭-২০০৮খ্রিঃ
ড)নব গঠিত পরিষদের বিবরণ-
  ১।শপথ গ্রহনের তারিখ-১৬-০৮-২০১১খ্রিঃ
  ২।প্রথম সভার তারিখ-১৭-০৮-২০১১খ্রিঃ
  ৩।মেয়াদ উত্তীনের তারিখ- ১৬-০৮-২০১৬খ্রিঃ
ঢ)গ্রাম সমুহের তালিকা-গুয়াতা, নারায়নপাড়া,রামজীবনপুর,              
বাঁকা, উজালপুর,বড়িয়াপাড়া, কয়াপাড়া,ডাকাহার, দামুয়া,গোপালপুর, টেকর, তেকুণ্ডি, জলকৈ, সরিয়া, রায়পুর. কাশিনগর, বনমালীকুড়ি, পাচুঁপুর,স্হল, বড়বড়িয়া, সঞ্জয়পুর, চুনিয়াপাড়া, রাজাপুর, পাকুড়িয়া, মনোহরপুর, একডালা,ভেবড়াগাড়ী, তালিমপুর, নিচতালিমপুর, ঘাটাগন, দিঘীরপাড়, দুধকুণ্ডি, যাএাপুর, চকারপুকুর, বিষঘরিয়া. পানিয়ালপাড়া,ভেটুরিয়া, শিয়ালা, টুং, জ্যাঠাইল, জামালকুড়ি।
ণ)ইউনিয়নপরিষদের জনবল
১।নির্বাচিত পরিষদ সদস্য-১৩জন
২।ইউনিয়ন পরিষদ সচিব-১জন  
৩।গ্রামপুলিশ-১০জন